অনলাইন ডেস্ক,ইতালি: ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশে ৩১ জুলাই শুক্রবার পবিত্র ঈদুল আজহা পালন করবেন বাংলাদেশিসহ বিভিন্ন মুসলিম ধর্মাবলম্বীরা।
ইতিমধ্যে ঈদকে সামনে রেখে দেশে ও প্রবাসে পশু কোরবানি করতে প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রবাসীরা। রোমে কোরবানির অর্ডার নিচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কেউ আবার ব্যক্তি উদ্যোগে কোরবানি দিচ্ছেন বলে প্রবাসী বাংলাদেশিরা জানান।
এরই মধ্যে ইতালির রোম, মিলান, ভেসেন্সা, কাতানিয়া, আনকোনা,রিমিনি, ভেনিস, নোভারা, ভারেজে, গালারাতে, লিগ্নিয়ানো, কোমো, লেক্কো, পিয়েলতেল্লো, ব্রেসিয়া, মোনছা, কারনাতে সহ মিলান লোম্বার্দীয়ার বিভিন্ন শহরে সংশ্লিষ্ট থানার (কস্তুরার) অনুমতি নিয়ে ঈদের জামায়াতের আয়োজন করবে প্রবাসী মুসলিমরা।
শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহা পালন করবেন এমনটাই প্রত্যাশা করছেন প্রবাসী বাংলাদেশিরা।
অনলাইন ডেস্ক
আপনার মতামত লিখুন :