ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি লুৎফুর


admin প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২০, ২:২৭ পূর্বাহ্ন / ৩৬
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি লুৎফুর

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট বিভাগের অনলাইন নিউজ পোর্টালের রিপোর্টার ,ফটো সাংবাদিক, সম্পাদক ও প্রকাশ এবং প্রিন্ট ও ইলকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকসহ দেশের সকল সাংবাদিক ও দেশ বিদেশের সবাই-কে আন্তরিক
শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান ।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের ফলে এ বছর ভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে। নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ জনস্বার্থে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে সবাইকে।
তিনি আরো বলেন, আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রোত হওয়াই কোরবানির মর্মবাণী। কোরবানির শিক্ষা মনে ধারন করে মানবকল্যানে নিজেকে উৎসর্গ করা সবার কর্তব্য।

ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল আজহার শিক্ষার প্রতিফলন হোক এই কামনা করছি।

তিনি আরো বলেন, আপনারা কোরবানির পশু জবাই দিয়ে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবেন এবং সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।