এম এ আলম,চৌদ্দগ্রাম প্রতিনিধিঃঃ ১৫আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করেন। ১৫ আগষ্ট শোক দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে আমজাদের বাজার বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগষ্ট ) সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা আরিফুর রহমান টিপু। আমজাদের বাজার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাজী ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম মানিক,উপজেলা কৃষকলীগের প্রচার সম্পদ হাজী আব্দুল করিম, পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,চিওড়া ইউনিয়ান যুবলীগ নেতা মোঃ তামজিদ মজুমদার, চিওড়া ইউনিয়ান যুবলীগ নেতা মোঃ মামুন ভুইঁয়া,স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল হাই বাবুল,যুবলীগ নেতা জাহিদুল ইসলাম রাশেদ, যুবলীগ নেতা মোতাহের হোসেন, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ মকবুল আহমেদ,বাতিসা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তুরাজ মজুমদার,বাতিসা ইউনিয়ন ছাত্রলীগ নেতা জায়েদ হাসান ফাহাদ. মোহাম্মদ এহসান,খোরশেদ আলম নবী, মোহাম্মদ হানিফ, ইমরান হোসেন,মোঃ আসিফ. মেহেদি হাসান শুভ মোহম্মদ ইফতেখার মজুমদার মোঃ মাঈন উদ্দিন বিপু প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও স্থানীয় সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব ও তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করা হয়। দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা ওয়াহিদুর রহমান।
আপনার মতামত লিখুন :