বিজ্ঞপ্তিঃঃ শুক্রবার রাতে এমসি কলেজের প্রধান ফটকের সামনে নিজেদের গাড়িতে বসে গল্প করছিলেন স্বামী–স্ত্রী। কিছু ছাত্রলীগের নাম দারি যুবক তাদের গাড়ি থেকে নানান হুমকিধামকি দিয়ে নামান। এক পর্যায়ে তিনজন যুবক তরুণীকে টেনে ছাত্রাবাসের ৭ নম্বর ব্লকের একটি কক্ষের সামনে নিয়ে যান। পরে স্বামীকে বেধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেন ছাত্রলীগের কতিপয় কর্মী।
সমাজ থেকে এদের চিরতরে অপসারণ দাবি জানান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্টের সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। এম.সি. কলেজের ঐতিহ্য বজায় রাখতে অন্তত রাজনৈতিক সীমাবদ্ধতার উর্ধ্বে উঠে এদের বিচারের আওতায় জোর দাবি জানান হিন্দু বৌদ্ব খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্টের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃষ্ণ ঘোষ কৃষ্ণ।
[Total_Soft_Poll id=”3″]
আপনার মতামত লিখুন :