নিজস্ব প্রতিনিধিঃবঙ্গবন্ধু ফাউন্ডেশন,লন্ডন শাখার সাংগঠনিক সম্পাদক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা,
সুরেজা বেগম ফাউন্ডেশন’র প্রতিষ্টাতা চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিধ জনাব মোঃ আব্দুল গনি সাহেব’র যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে ওসমানীনগরের ২নং সাদিপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
আজ সোমবার এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং সাদিপুর ইউনিয়নের উপ-নির্বাচনে সদ্য নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব কবির উদ্দিন আহমেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি, সিলেট জেলা যুবলীগের সভাপতি জনাব শামীম আহমেদ ভিপি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, হাজী মুহিবর রহমান, শাহ ঈসমাইল আলী, সফর আলী, বাবুল আহমেদ, দিবাংশু পাল, ইমরান আহমেদ,ইকবাল আহমেদ সুমন, সজিবুল আলম সুজা, আব্দুল আলিম, মাহমুদ আলী কুটু, দেলোয়ার রাব্বানী, আব্দুল আলী, সৈয়দ রাহেল আহমেদ প্রমুখ।
আমাদের প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান জানান সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অত্র এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রধান অতিথি নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব কবির উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে সংবর্ধিত অতিথি মোঃ আব্দুল গনি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সদুর লন্ডন থেকে এসে মোঃ আব্দুল গনি যেভাবে আমার জন্য মুক্তিযোদ্ধার জন্য নৌকা প্রতীকের জন্য কষ্ট করেছেন তার প্রতি আমি চির কৃতজ্ঞ।
সংবর্ধিত অতিথি মোঃ আব্দুল গণি তাঁর বক্তব্যে ২নং সাদিপুর ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ইউনিয়নে আমার শৈশব কৈশোর বেড়ে উঠা। এই ইউনিয়নের উন্নয়নের জন্য আমি ও আমার ফাউন্ডেশন সর্বদা কাজ করে যাবে।
আপনার মতামত লিখুন :