এম এ আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধিঃঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।
এরমধ্যে জুমার নামাজ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে তৌহিদা জনতা, মিয়াবাজারে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ ও আমজাদের বাজারে হেফাজতে ইসলামের ব্যানারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আমজাদের বাজারে প্রতিবাদ সভায় নারানকরা মাদরাসার মুহাদ্দিস ওবাইদুল হক রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি আবদুল আউয়াল, মাওলানা মোস্তফা, মাওলানা ওহিদুল্লাহ, মাওলানা আবদুল হান্নান, মাওলানা সিরাজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াছিন, আবদুল হক, মিজানুর রহমান, মাস্টার জয়নাল আবেদীন, হাসান, ইসরাফিল। বিক্ষোভ ও সমাবেশে বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :