এম এ আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধিঃঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া হাইস্কুল মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ। এরমধ্যে চিওড়া -ডালুয়া সড়কের চিওড়া হইতে ধোড়করা বাজার পর্যন্ত নবী প্রেমী মুসলিম তৌহিদী জনতা ব্যানারে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে, ধোড়করা হাইস্কুল মাঠে আলোচনা শেষে সমাবেশ শেষ হয়।
সভা অনুষ্ঠিত হয়। চিওড়া হাইস্কুল মাঠে প্রতিবাদ সভায় হস্তিমিতা দারুলউলুম মাদ্রাসা মোহতামিম মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা নুরুল আলম ফারকী, মাওলানা কামাল উদ্দিন,মাওলানা সফিউল্লাহ,মাওলানা আব্দুল কাইয়ুম,মাওলানা সাঈদ আহম্মদ, মাওলানা,ওবায়দুল উল্লাহ, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা নুরু নবী,মাওলানা কাজী মোহাম্মদ এনাম, মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ হাছান,বিক্ষোভ ও সমাবেশে বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :