জেলা ছাত্রলীগের নতুন কমিটি কে স্বাগত জানিয়ে মহেশখালী ছাত্রলীগের আনন্দ মিছিল


admin প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২০, ১:৫৩ অপরাহ্ন / ৬১
জেলা ছাত্রলীগের নতুন কমিটি কে স্বাগত জানিয়ে মহেশখালী ছাত্রলীগের আনন্দ মিছিল

ইমতিয়াজ মাহমুদ ইমন, বিশেষ প্রতিনিধিঃঃ কক্সবাজার জেলা ছাত্রলীগের নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মহেশখালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন এবং মারুফ আদনান সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে।

শক্রুবার (৬ নভেম্বর) বিকাল ৩টায় মহেশখালী উপজেলা ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান মুজিবের নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

সদ্য ঘোষিত বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়া খান জয় এবং বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত প্রেস বিঙ্গপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা কমিটি অনুমোদিত হয়।অনুমোদিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয় তৃনমূল থেকে ওঠে আসা ছাত্র নেতা এস এম সাদ্দাম হোছাইন আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয় আবু মোঃ মারুফ আদনান।ধীর্ঘ ছয় বছর পর কমিটি হওয়ায় কক্সবাজার জেলা ছাত্রলীগের আওতাভুক্ত বিভিন্ন ইউনিট আনন্দ প্রকাশ করে আনন্দ মিছিল করে।তারই ধারাবাহিকতায় দেখা যায় আজকে মহেশখালী উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল। মিছিলে উপস্থিত নেতৃবৃন্দরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি/সম্পাদক বরাবর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।উক্ত মিছিলে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা ছাত্রলীগ নেতা মুজিবুল হাসান মুজিব, মহেশখালী উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ শাহনেওয়াজ,মহেশখালী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম.শাকিলুর রহমান,মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আজিজ,সাধারণ সম্পাদক মোঃ কায়েম উদ্দিন সহ মহেশখালী বিভিন্ন ইউনিটের তৃনমূল নেতৃবৃন্দ।