তানোর থানা পুলিশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে


admin প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২০, ২:৪২ অপরাহ্ন / ৫৪
তানোর থানা পুলিশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে

আশরাফুল ইসলাম রঞ্জু, তানোর রাজশাহী,
রাজশাহী তানোর থানা পুলিশের আজ ৯ই নভেম্বর নভেম্বর সোমবার দুপুরে অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন অপরাধে ৬ জন পুরুষ ও ১ জন মহিলা কে আটক করাছে। তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামী( ১) সুফিয়ান সরেন(৩৯), পিতা-মৃত কবিরাজ সরেন, উপজেলার ধামধুম,গ্রাম থেকে ২০(বিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ গ্রেফতার করে ।অন্যদিকে মুলতবী পরোয়ানা ভুক্ত আসামী(২) নিপা মুর্মু (৪০)পিতা-লক্ষীরাম মুর্মু, মোহর মিশনপাড়া, । (৩) মোঃ সোহরাব আলী মন্ডল (৩৫), পিতা-ইয়ানুস আলী, বনকেশর, (৪)মোঃ আয়েজ উদ্দিন(৩০), পিতা,গিয়াস উদ্দিন, ইলামদহী। ( ৫) মোঃ মুকতার হোসেন(৪১),পিত মোঃ আজিজুর রহমান, পিঁপড়াকালন্না (৬) মোঃ ইমাম শেখ(৩৫), মৃত ফজলুর রহমান, রাতৈল, মুলতবী পরোয়ানা ও সাজা পরোয়ানা ভুক্ত আসামী (৭) মোঃ হাসান আলী(2৯), মৃত মহসিন মন্ডল, এক্তারপুর, এরা সবাই বাড়ী তানোর উপজেলায়। এদেরকে অদালতের মাধ‍্যমে জেল হাজতে প্রেরণ করেছে তানোর থানা পুলিশ।