মাস্ক পড়া নিশ্চিত করতে মাঠে নেমেছে কক্সবাজার জেলা প্রশাসন


admin প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২০, ২:৩৮ অপরাহ্ন / ৩৯
মাস্ক পড়া নিশ্চিত করতে মাঠে নেমেছে কক্সবাজার জেলা প্রশাসন

কক্সবাজার প্রতিনিধিঃঃ কোভিড-১৯ মোকাবিলায় সরকার ঘোষিত নো মাস্ক নো সার্ভিস, রাস্তায় বের হলে মাস্ক পড়তে হবে এই নীতিমালা বাস্তবায়নে মাঠে নেমেছে কক্সবাজার জেলা প্রশাসন।

কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন এর নেতৃত্বে গঠিত এই ভ্রাম্যমাণ আদালত আজ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট সুগন্ধা পয়েন্টে বিশেষ অভিযান চালায়।

অভিযানে সুগন্ধা পয়েন্ট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ১৪টি মামলায় ৭৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাস্ক ছাড়া চলাচলকারী জনগণকে মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

এব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন জানিয়েছেন, আগামীতে অভিযান আরো জোরদার করা হবে। কোন অবস্থায় কক্সবাজারে আসা পর্যটক দের মাস্ক ছাড়া ঘুরতে দেওয়া যাবে না।