মাদক,সন্ত্রাস,দূর্নীতি মুক্ত লক্ষ্যারচর গড়ার ঘোষণা দিলেন আর কে সেলিম


admin প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২০, ১১:৪৭ পূর্বাহ্ন / ৬৬
মাদক,সন্ত্রাস,দূর্নীতি মুক্ত লক্ষ্যারচর  গড়ার ঘোষণা দিলেন আর কে সেলিম

বিশেষ প্রতিনিধি কক্সবাজার: আসন্ন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বাংলাদেশ আওয়ামীলীগ লক্ষ্যারচর ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালীর সুযোগ্য পুত্র সাবেক সফল ছাত্রনেতা, রেজাউল করিম সেলিম বলেছেন আসন্ন ইউপি নির্বাচনে জনগনের রায়ে নির্বাচিত হয়ে সর্বপ্রথম কাজ হবে মাদক মুক্ত লক্ষ্যারচর গড়া।
এই জনপদ থেকে মাদক প্রতিরোধে সর্বাত্নক প্রতিরোধ চলবে।

রেজাউল করিম সেলিম বলেন, বহু মাত্রিক দূর্নীতিতে ছেয়ে গেছে লক্ষ্যারচর ইউনিয়ন। মাদকের বিষাক্ত ছোবলে আজ জর্জরিত আমার এলাকার ভাই, স্কুল ছাত্র, হয়ত আমার সন্তান ও জড়িয়ে পড়তে পারে মাদকের ভয়াল ছোবলে।

স্থানীয় সরকারের সর্বশেষ ধাপ হল ইউপি। একজন ইউপি চেয়ারম্যান চাইলে অনেক কিছু সম্ভব, কিন্তুু অপ্রিয় হলে ও সত্যি বর্তমান চেয়ারম্যান এর স্বদিচ্ছার অভাবে আজ আমার ইউনিয়নে যত্রতত্র ছড়িয়ে পড়েছে মরন নেশা মাদক।

তিনি আরো বলেন এক জন মির্বাচিত জনপ্রতিনিধির স্বচ্ছ থাকা দরকার, ইউপি পরিষদে কেন স্বজনপ্রীতি চলবে?
আমার পরিষদ থাকবে সকলের জন্য সমান। সবার জন্য দোয়ার খোলা।
পরিশেষে এলাকাবাসীর দোয়া চেয়েছেন তরুন জননেতা রেজাউল করিম সেলিম।