রাজশাহী তানোর উপজেলার বিভিন্ন অপরাধের ১৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ


admin প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২০, ১১:৫১ পূর্বাহ্ন / ৫০
রাজশাহী তানোর উপজেলার বিভিন্ন অপরাধের ১৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ

আশরাফুল ইসলাম রঞ্জু ,তানোর রাজশাহী
রাজশাহী তানোর থানা পুলিশ টিম পার্শ্ববর্তী থানার চাইতে অপরাধ দমনে একটু অন্য ভাবে কাজ করছেন।

প্রতিনিয়ত তানোর থানার পুলিশ মাদকদ্রব্য সহ বিভিন্ন অপরাধের আসামিকে নানান কৌশলে আটক করছে, এতে করে তানোর থানায় অপরাধের সংখ্যা খুবই কম হয়ে গেছে, প্রায় প্রতিদিনই বিভিন্ন অপরাধের আসামিকে আটক করছে তানোর থানা পুলিশ।তারই ধারাবাহিকতায় আজ ১0ই নভেম্বর তানোর থানার অফিসার ইনচার্জ চৌকস অফিসার মোঃ রাকিবুল হাসানের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকা থেকে(১) মোঃ মাসুদ রানা(৪২), পিতা- মৃত ভোলা মন্ডল, ভাতরন্ড, ১০(দশ) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে। (২)। শ্রী শিবলাল মুর্মু(৩৮), পিতা,শ্রী সূর্য্য মুর্মূ হেড বিল্লী(মাদ্রাসা,২০(বিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ গ্রেফতার করে। (৩)শ্রী বিষ্ণু কর্মকার(৩৫), শ্রী ধীরেন কর্মকার, মুন্ডুমালা (মিশনপাড়া), ২০(বিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ গ্রেফতার করে।
(৪)মোঃ এমদাদুল হক(৪০), পিতা মোঃ আবু তালেব ,ঝলঝলিয়া গৌরাঙ্গপুর, ০৭(সাত) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে। গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামী (৫) মোসাঃ মমতাজ বিবি(৪৩), স্বামী,মোঃ নাসির উদ্দিন, দমদমা, (৬) মোঃ সেলিম(২৪), পিতা,মোঃ আঃ সালাম, আমশো, (৭) মোঃ ইলিয়াছ কাঞ্চন(৩৭), পিতা-মেছের আলী, হাতিনান্দা, (৮) মোঃ মাইনুল ইসলাম(৩১), পিতা-মৃত মজিবুর রহমান, কামারগাঁ কৃষ্ণপুর (৯)মোঃ সৈবুর রহমান অরফে সৈবুর(৩০), পিতা-মৃত মানিক সরদার,-কাসারদিঘী, আসামী (১০) মোঃ মশিউর রহমান, পিতা-মৃত মজিবর রহমান, -কামারগাঁ কৃষ্ণপুর, ( ১১) শ্রী রজনি টুডু(৩৯), পিতা-লক্ষীরাম টুডু, বনগাঁ, (১২) শরিফুল ইসলাম(২৯), পিতা-মোঃ জিল্লুর রহমান, মালশিরা, (১৩) মোঃ শাহাজাহান আলী(৩৪), পিতা-মৃত ওসমান আলী, বিল্লী এদের সবার বাড়ি তানোর উপজেলায়। গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।