এম এ আলম,চৌদ্দগ্রাম প্রতিনিধিঃচৌদ্দগ্রামে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট আঞ্চলিক কার্যালয় কুমিল্লার উদ্যোগে ও উপজেলা কৃষি অফিসের সহায়তায় মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি, মাটি পরীক্ষার গুরুত্ব ও মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার ব্যবহার বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলে চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট আঞ্চলিক কার্যালয় কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামাল হোসেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মজু:, হিসাব রক্ষক মোঃ আব্দুল মালেক। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৫০ জন কৃষক প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষণে ফসল উৎপাদনের ক্ষেত্রে জমির মাটি পরীক্ষাকরনের গুরুত্ব তুলে ধরেন প্রশিক্ষক। পরীক্ষার জন্য জমি থেকে মাটি সংগ্রহের পদ্ধতিও শিখিয়ে দেয়া হয় উপস্থিত কৃষকদের।
এর আগেই প্রত্যেক কৃষককে নির্দিষ্ট নিয়ম অনুসরন করে মাটি সংগ্রহ করে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়ার জন্য আহবান জানানো হয়। কৃষকদের মাঝে ১ টি লেবু ও বারো মাসি ২ টি মরিচের চারা বিতরণ করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন কৃষকসহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :