যুবসমাজকে প্রতিষ্ঠার সংগ্রামে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি : তানোরে চেয়ারম্যান ময়না


admin প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২০, ২:৫৩ অপরাহ্ন / ৬৫
যুবসমাজকে প্রতিষ্ঠার সংগ্রামে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি : তানোরে চেয়ারম্যান ময়না

আশরাফুল ইসলাম রনজু তানোর (রাজশাহী) :
বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ (১১ নভেম্বর) বুধবার বিকেলে তানোর সদরের গোল্লাপাড়া বাজার মাঠে দোয়া ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন, তানোর উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
এতে বিশেষ অতিথির বক্তব্যে তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সাধারণ প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় সংগঠনটি।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেকুন্নবী বাবু চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শিক্ষক রামকমল সাহা ও তানোর পৌর মেয়র পদপ্রার্থী আবুল বাসার সুজন প্রমুখ।
পরে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ৭৫ ও ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ এবং মোনাজাত করা হয়।