তানোরে সুজনের নির্বাচনী উঠান বৈঠক


admin প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২০, ১:৩১ অপরাহ্ন / ৪৮
তানোরে সুজনের নির্বাচনী উঠান বৈঠক

আশরাফুল ইসলাম রঞ্জু তানোর রাজশাহী, তানোর: আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজনের নির্বাচনী উঠান বৈঠক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে তানোর পৌর এলাকার ৮নং ওয়ার্ডের জনসাধারণের সাথে আগামী পৌর নির্বাচন নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে এ ওয়ার্ড নির্বাচনী উঠান বৈঠক করেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সুজন।
এসময় তানোর পৌরসভার বর্তমান করুন দশার চিত্র তুলে ধরে আগামীতে আওয়ামী লীগ দলীয় মনোনীত মেয়র প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তবেই পৌরবাসীর মানোন্নয়ন করা সম্ভব হবে। নয়তো কোনদিন পৌরবাসীর উন্নয়ন হবেনা। যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় উন্নয়ন চাইলে নৌকার কোন বিকল্প নেই বলে জনসাধারণের উদ্দেশ্য বলেন আবুল বাসার সুজন।
এসময় উঠান বৈঠক সভায় উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলফাজ উদ্দিন। ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মামুন, সরনজাই কলেজের প্রভাষক আবুল কালাম, মহিলা লীগের ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেণীপেশার নেতাকর্মী ও জনসাধারণ গন উপস্থিত ছিলেন।