তানোর থানা পুলিশ ১৯ জনকে আটক করেছে


admin প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২০, ৩:১৯ অপরাহ্ন / ১৪৪
তানোর থানা পুলিশ ১৯ জনকে আটক করেছে

আশরাফুল ইসলাম রঞ্জু তানোর রাজশাহীঃঃ রাজশাহীর তানোর থানার পুলিশ বিভিন্ন অপরাধের কারণে ১১ ও ১২ এবং ১৩ই নভেম্বর ১৯ আসামি কে আটক করেছে।
তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান এর নেতৃত্বে আসামী (১)মোঃ মাসুদ রানা(৩০), পিতা মোঃ মকবুল হোসেন, নরেন্দ্রপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা চাঁপাইনবাবগঞ্জ এ/পি সাং-চৌডালা জেলেপাড়া, থানা গোমস্থাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ (২) মোঃ মনোয়ার হোসেন রনি(২৪), পিতা-মোঃ সিরাজ উদ্দিন, -মালশিরা, দ্বয়কে মাদকদ্রব্য সেবন করার অপরাধেসহ মুলতবী পরোয়ানা ভুক্ত আসামী (৩) মোঃ মমিনুল হক(২৬), পিতা-মোঃ আঃ আলিম ওরফে আলিমুদ্দিন, ডাঙ্গাপাড়া পশ্চিমপাড়া, ( ৪) শ্রী সুশিল সিং (৩০), পিতা- শ্রী সুনিল সিং রায়তান বড়শো (আদিবাসী পাড়া), থেকে ১৫ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করে । (৫) মোঃ জসিম উদ্দিন(২৬), পিতা-মোঃ কাউসার আলী, মোহাম্মদপুর, (৬) মোঃ শফিকুল ইসলাম(৩৫), পিতা-মৃত মোহাম্মদ আলী, মোহাম্মদপুর( ৭) মোঃ ফারুক হোসেন(৩৬), পিতা-আজাহার আলী, ঠাকুর পুকুর,( ৮) মোঃ রহিদ আলী(৩০), পিতা-মোঃ তৌহিদ আলী, আরাজি এক্তারপুর, (৯) মোঃ গোলাম মোস্তফা(২৬), পিতা-আবু বক্কর, গ্রাম বুরুজ,

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর জন্য তানোর থানা পুলিশ বিশেষ গুরুত্ব সহকারে মাঠে কাজ করছে। (১০) শ্রী প্রদীপ হালদার (৩২), পিতা- মৃত হরেন হালদার, মাসিন্দা(হালদারপাড়া) ১০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে (১১) মোঃ শামসুদ্দিন সরদার (৫০), পিতা- মৃত হাচেন সরদার ,রায়তান বাজে আকচা(ফকিরপাড়া)( ১২) মোঃ মাহাবুর (৩৬), পিতা- মৃত হামেদ শাহ্ (১৩) মোঃ মন্তাজ মন্ডল(৪৮), পিতা- মৃত হাচেন মন্ডল (১৪) এসএম আরিফ খাঁন (২৩), পিতা- মোঃ আশরাফুল ইসলাম সকলের রায়তান বাজে আকচা, গাঁজা সেবন করার অপরাধে গ্রেফতার করে।(১৫) মোঃ খলিল মন্ডল (৪৮), পিতা- মৃত দেলজান মন্ডল টকটকিয়া, ২০ লিটার চোলাইমদ সহ গ্রেপ্তার করে। অন্য দিকে মুলতবী পরোয়ানা ভুক্ত আসামী (১৬)মোঃ বাসিব (৩৪), পিতা-মোঃ রিয়াজ, চাঁদপুর,(১৭) মোঃ তুহিন আলী(৪৫), পিতা-মোঃ আঃ হান্নান শেখ,নবনবী, (১৮) মোঃ রাসেল ওরফে রাইফুল ইসলাম (৩৭), পিতা-মোঃ শাহাজাহান আলী, বৈদ্যপুর, (১৯) মোঃ মামুনুর রশিদ(২৯), পিতা-মৃত সৈবুর রহমান, রানিয়াল, এদের সকলের বাড়ি তানোর উপজেলার বিভিন্ন এলাকায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে ।