জনমত জরিপে মেয়র পদে মুণ্ডমালা পৌরসভার কাউন্সিলর আমিন এগিয়ে থাকার গুঞ্জন


admin প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২০, ১:৫৪ পূর্বাহ্ন / ৫১
জনমত জরিপে মেয়র পদে মুণ্ডমালা পৌরসভার কাউন্সিলর আমিন এগিয়ে থাকার গুঞ্জন

আশরাফুল ইসলাম রনজু, তানোর (রাজশাহী)প্রতিনিধিঃঃ রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভায় নির্বাচনের আগাম হাওয়া বইতে শুরু করেছে। ইতমধ্যে সাম্ভব্য প্রার্থীরা মানবিক সহায়তা ও ত্রাণ বিতরণ ইত্যাদি কর্মকান্ডের মাধ্যমে নিজেদের প্রার্থী হবার যোগ্যতা তুলে ধরে প্রচার-প্রচারণা শুরু করেছে। তবে এবার আওয়ামী লীগের প্রার্থী হবেন কে সেটা নিয়ে চায়ের কাপে ঝড় উঠেছে। আর এই আলোচনা ও প্রচারণায় এগিয়ে রয়েছেন কাউন্সিলর আমির হোসেন আমিন।কারণ বর্তমান মেয়র গোলাম রাব্বানী স্থানীয় সাংসদের বিরোধীতা করতে গিয়ে অনেকটা জনবিচ্ছিন্ন হয়ে চরম বিপাকে রয়েছেন। এসব বিবেচনায় তিনি এবার আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন না এটা প্রায় নিশ্চিত বলে মনে করছেন তৃণমুল। স্থানীয়রা বলছে, আগামী নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তিন বারের নির্বাচিত কাউন্সিলর আমির হোসেন আমিন। স্থানীয় আওয়ামী লীগের নীতিনির্ধারক মহল মেয়র পদে আমিনকে সবুজ সঙ্কেত ও মাঠ গোছানোর পরামর্শ দিয়ে মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন বলেও আলোচনা হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মেয়র পদে আমিনকে প্রার্থী বিবেচনা করেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এদিকে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে নিম্ন আয়ের কর্মহীন মানুষদের মাঝে অার্থিক সহায়তা প্রদান করে চলেছেন কাউন্সিলর আমিন বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি মেয়র পদে তার প্রার্থী হবার গ্রহণ যোগ্যতা ও যৌক্তিকতা তুলে ধরেছে। এতে আগামী দিনে বর্তমান মেয়র গোলাম রাব্বানীর কপাল পুড়ছে বলে মনে করছেন তৃণমুলের নেতা ও কর্মী-সমর্থকগণ।
জানা গেছে, চলতি বছরের তিনি পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লাহ ঘুরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনেনএবং সমাধানের চেষ্টা করেন। অসহায় গরীব মানুষের সব সময় পাশে থাকেন পৌরবাসীর অভিমত, এসব বিবেচনায় পর পর তিনবারের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র আমিনকে নৌকা প্রতিক দেয়া হলে তার বিজয় প্রায় নিশ্চিত। পৌরসভার মধ্যান্চল থেকে প্রার্থী হবার দৌড়ে তিনিই একমাত্র নেতা, ফলে নির্বাচনের মাঠে অন্যদের থেকে তার সুবিধাও অনেক বেশী, সকলেই তাকে শক্ত প্রার্থী বিবেচনা করছে।