ঢাকা: ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সোমবার বিকেল সোয়া ৫টার দিকে এই আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান।
আদালতের কর্মীরা জানান, রেকর্ডরুমে আগুন লেগেছে। ওই রুমে অনেক গুরুত্বপূর্ণ নথি রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এজলাসের ভেতরে অতিরিক্ত ধোঁয়ার কারণে কিছুই দেখা যাচ্ছে না।
আদালতের রেকর্ড রুমে আগুনের সূত্রপাত হলেও কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি আদালতের নাজির। রেকর্ড রুমে আগুন দেখতে পান তারা। ওই রুমে বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ সব নথিপত্র রাখা। সেখানে আগুন লাগার মতো ইলেকট্রিকের কোনো ত্রুটি ছিলো না। যে কারণে কিভাবে আগুন লেগেছে তা বলা যাচ্ছে না। আগুন লাগার সময়ে বিচারক এজলাসেই ছিলেন।
এদিকে বৈদ্যুতিক কোনো ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছেন আদালতের অতিরিক্ত পিপি তাপস পাল।
তাপস পাল বলেন, এটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিশেষ কোর্ট। এখানে অনেক গুরুত্বপূর্ণ মামলার নথি রয়েছে। আগুন লাগার পরপরই আদালতের কর্মীরা চেষ্টা করছে গুরুত্বপূর্ণ নথিগুলো সরিয়ে ফেলার। তবে ভেতরে অনেক ধোঁয়ার কারণে কাজে বাধা সৃষ্টি হচ্ছে।
পিবিএ/এমএসএম
আপনার মতামত লিখুন :