বোবা ও মানষিক প্রতিবন্ধী মেয়েটিকে পরিবারের কাছে ফিরতে সহায়তা করুন


admin প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২০, ১১:৩৩ অপরাহ্ন / ৪৬
বোবা ও মানষিক প্রতিবন্ধী মেয়েটিকে পরিবারের কাছে ফিরতে সহায়তা করুন

তুহিন হোসেন,পাবনা: নাম না বলতে পারা বোবা এক মেয়ে হঠাৎ করে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন (বোর্ড অফিস) সংলগ্ন এসে অসহায় হয়ে কান্নাকাটি করছে।
স্থানীয়রা পরিচয় জানতে চাইলে সে তার নাম বা ঠিকানা সে কিছুই বলতে পারছেনা কারণ সে বাক ও মানষিক প্রতিবন্ধী।

সে কিভাবে এসেছে বলতে পারছে না বা বোঝাতে পারছেনা না সাধারন মানুষকে, এমনকি কারো মোবাইল নাম্বারও জানে না। সে দুদিন দাশুড়িয়া ইউনিয়ন বোর্ড অফিসে অবস্থান করেছে।
এরপর বোর্ড অফিস সংলগ্ন থেকে মেয়েটিকে গত ০২-১১-২০২০ ইং তারিখে জ্যেৎস্না বেগম-স্বামী: আনোয়ার হোসেন, ঠিকানা- চাদপুর, মুলাডুলি, ঈশ্বরদী, পাবনা।

স্বামী-স্ত্রী দুজনে মিলে তার নিজ বাড়িতে আশ্রয় দেন।জ্যোৎস্না বেগম বলেন আমি আমার বাসায় মেয়েটিকে নিজ হেফাজতে রেখেছি ও অজ্ঞাত মেয়ের আত্নীয় স্বজনদের খোজ করতে থাকি, এখনো তার আত্নীয় স্বজনদের কোন খোঁজ মিলেনি।মেয়েটির বয়স আনুমানিক ২২ বছর, গায়ের রং-ফর্সা, তার উচ্চতা ৫ ফিট দুই ইঞ্চি।

এমতাবস্থায় মেয়েটিকে তার আত্নীয়দের কাছে ফেরৎ দিতে ঈশ্বরদী থানায় সাধারন ডায়েরীর করেছে যাহার জিডি নং- ৮২১। মেয়েটিকে তার পরিবাবরের কাছে পৌঁছে দিতে সবার সহযোগিতা কামনা করেছে সমাজকর্মী জ্যেৎস্না বেগম।আশ্রয়দাতা ঈশ্বরদী থানা প্রশাসনের সহযোগীতা কামনা করেছে মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে।

পিবিএ/এমএসএম