ইমতিয়াজ মাহমুদ ইমন -কক্সবাজার: জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, মহান মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার, কর্নেল অবঃ শওকত আলীর মৃত্যু তে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কক্সবাজারে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার, আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যান ট্রাস্ট।
আজ এক শোক বার্তায় কল্যান ট্রাস্টের চেয়ারম্যান ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালীর বড় ছেলে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি, আসন্ন লক্ষ্যারচর ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী, তরুণ জননেতা রেজাউল করিম সেলিম বলেন, মহান মুক্তিযুদ্ধের আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি, জাতীয় বীর, পরম শ্রদ্ধেয় কর্নেল অবঃ শওকত আলীর মৃত্যু তে আমরা মুক্তিযোদ্ধা পরিবার গভীর শোকাহত ।
শোক বার্তায় রেজাউল করিম সেলিম আরো জানান, “মহান মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার কর্নেল (অব.) শওকত আলী তার গভীর দেশপ্রেমের কারণে ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত। দেশের স্বাধীকার আন্দালন ও মহান মুক্তিযুদ্ধে তার অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে।”
মহান আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক।
আপনার মতামত লিখুন :