এম এ আলম,চৌদ্দগ্রাম প্রতিনিধি: চৌদ্দগ্রামে ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সমৃক্ত করায় কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ স্থানীয় সংসদ কার্যালয়ে উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সর্দারের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শহীদ প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি কাজী শফিকুল ইসলাম,উপজেলা কৃষকলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাজ্জী আব্দুর করিম,সদস্য মো: খলিল উল্লাহ্, উপজেলা আ’লীগ নেতা নাসির উদ্দীন আজাদ, পৌর আ’লীগের সদস্য হানিফ চৌধুরী সহ স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :