রাজশাহীর তানোরে অস্ত্রসহ এক জন গ্রেফতার


admin প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২০, ৬:০৮ অপরাহ্ন / ২০৩
রাজশাহীর  তানোরে অস্ত্রসহ এক জন গ্রেফতার

আশরাফুল ইসলাম রঞ্জু, তানোর রাজশাহী,
রাজশাহীতে আয়নাল হক (৪০) নামে অস্ত্রসহ এক অস্ত্র একজনকে গ্রেপ্তার করেছে RAB। গত সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলার তানোর উপজেলার মালশিরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। RAB -৫, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার আয়নাল হকের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার বরিয়াম-লপাড়া গ্রামে। তার বাবার নাম আজিম উদ্দিন।এক সংবাদ বিজ্ঞপ্তিতে RAB এ তথ্য জানিয়েছে। RAB জানায়, আয়নালের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।#