চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ৪


admin প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২০, ৪:১৯ অপরাহ্ন / ৭৬
চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ৪

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃঃ কুমিল্লার চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: সাজাপ্রাপ্ত উপজেলার কনকাপৈত ইউনিয়ান কনকাপৈত গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ( ১) দিদারুল আলম, শুভপুর গ্রামের করুনা কান্তি মজুমদারের ছেলে(২) বাবুল মজুমদার, পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে(৩) আবুল খায়ের ও হত্যা মামলায় আমানগন্ডা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে(৪) আনোয়ার হোসেন। বুধবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।জানা গেছে, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার নির্দেশে ও পরিদর্শক তদন্ত ত্রিনাথ সাহার নেতৃত্বে পুলিশের পৃথক টিম মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে দিদারুল আলম, বাবুল মজুমদার, আবুল খায়ের ও আনোয়ার হোসেন নামের চার আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত ত্রিনাথ সাহা বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণে ও আসামীদের গ্রেফতার করতে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’।