চৌদ্দগ্রাম মাদক নির্মূলে জিরো টলারেন্স থাকবে- ওসি শুভ রঞ্জন চাকমা


admin প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২০, ১১:৩১ অপরাহ্ন / ৫৫
চৌদ্দগ্রাম মাদক নির্মূলে জিরো টলারেন্স থাকবে- ওসি শুভ রঞ্জন চাকমা

চৌদ্দগ্রাম প্রতিনিধি:চৌদ্দগ্রাম মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের জিরো টলারেন্স থাকবে বলে মতামত প্রকাশ করেছেন পুলিশ যে জনগণের সত্যিকারের বন্ধু সেটাই নিশ্চিত করা আমার লক্ষ, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।চৌদ্দগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা। বুধবার রাতে চৌদ্দগ্রামে কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

থানার পুুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কনকাপৈত পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইছার হামিদ, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি মজিবুর রহমান বাবলু, এম এ কুদ্দুস, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মিয়াজি, সাধারণ সম্পাদক মো: আবদুল জলিল রিপন, সদস্য আকতারুজ্জামান, এম এ হাসান ও সোহাগ মিয়াজি।এসময় সাংবাদিক মো: আবু বকর সুজন, আবুল বাশার রানা, মো: আব্দুল মান্নান, মো: আকতারুজ্জামান, এম এ আলম, মো: মনোয়ার হোসেন, মো: কামাল হোসেন নয়ন, মো: আনিসুর রহমান, , মো: শাহিন আলম, মুহা. ফখরুদ্দীন ইমন, মো: জসিম উদ্দীন চৌধুরী নিলয়, সফিউল ইসলাম, শাহরিয়ার ইমন জয় সহ চৌদ্দগ্রামে কর্মরত সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অফিসার ইনচার্জ আরও বলেন, দালাল মুক্ত জনবান্ধব থানা হবে চৌদ্দগ্রাম থানা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি চৌদ্দগ্রামের সকল সংবাদ কর্মীদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, নবাগত অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা চৌদ্দগ্রাম থানায় পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে প্রায় চার বছর দায়িত্ব পালন করে স্বল্প সময়ের জন্য তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলী হন। পরবর্তীতে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ হিসেবে গত ১১ নভেম্বর যোগদান করেন। এছাড়া পুলিশ পরিদর্শক (অপারেশন) ত্রিনাথ সাহা পরিদর্শক (তদন্ত) হিসেবে আজকে দায়িত্বভার গ্রহণ করেন।