সামাজিক সংগঠন ‘‘স্মাইল লার্নিং সেন্টারের’’ ৫০ হাজার টাকা অনুদান প্রদান


admin প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২০, ২:০৮ অপরাহ্ন / ১৩
সামাজিক সংগঠন ‘‘স্মাইল লার্নিং সেন্টারের’’  ৫০ হাজার টাকা অনুদান প্রদান

সিলেট ডেস্কঃ মানুষের সেবামূলক কাজে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে।
স্বেচ্ছাসেবী সংগঠন হাজী আব্দুস শহীদ ফাউন্ডেশনের তার হাতে গড়া একটি
অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘‘স্মাইল লার্নিং সেন্টার’’ বৃহস্পতিবার ২৬
নভেম্বর সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র (বিপিএম সেবা)’র
মাধ্যমে ক্ষুদ্র বের্ডিং ব্যবসায়ী মো. মুহিবুর রহমানকে ব্যবসা পরিচালনার
জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন স্মাইল লার্নিং সেন্টারে প্রতিষ্ঠাতা
মো. আব্দুল কুদ্দুছ রুবেল, পরিচালক নীপেন্দু তালুকদার।
অনুদান প্রদানকালে অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বলেন, সমাজে বিভিন্ন
স্থরের মানুষ রয়েছে যারা সমাজের বিত্তবান তাদের উচিত অসহায়, হতদরিদ্র
তাদের পাশে দাঁড়ানো। সামাজিক সংগঠনের মাধ্যমে অসহায় মানুষরা কিছুটা হলেও
সহযোগিতা পেয়ে তাদের জীবন পরিবার বদলে দিতে পারে। আজ স্মাইল লার্নিং
সেন্টার সামাজিক সংগঠন যেভাবে তাদের প্রশংসার হাত বাড়িয়ে একটি পরিবারকে
অনুদান দিয়েছে। প্রত্যেক সামাজিক সংগঠনকে এভাবেই এগিয়ে আসলে কিছুটা হলেও
অসহায় মানুষরা উপকৃত হবে।