আশরাফুল ইসলাম রঞ্জু,রাজশাহীর তানোর:
রাজশাহীর তানোর থানা পুলিশ বিভিন্ন বিভিন্ন অপরাধের জন্য নারীসহ ১২জনকে গ্রেপ্তার করেছে। থানা সূত্রে জানা যায়,গত ২৪ ও ২৫ সে নভেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে।
প্রতিনিয়ত তানোর থানা পুলিশের জোরালো অভিযানের ফলে অপরাধ কমে গেছে। আগের চেয়ে আইন-শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান, এর নেতৃত্বে পূর্বের মামলার পলাতক আসামী( ১)মোঃ বিপ্লব ফকির (৩৩), পিতা-মোঃ হক সাহেব, সাং-তানোর ঠাকুরপুকুর, আসামী (২)মোঃ জাহাঙ্গীর আলম (২৮), পিতা- জয়নাল আবেদীন, জিওল (চানপুর), ০৬(ছয়) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে।,
অপর দিকে মাদকদ্রব্য সেবন করার অপরাধে আসামী( ৩) মোঃ মামুন মন্ডল(৩৮), পিতা-মোঃ জসিম উদ্দিন মন্ডল, গোল্লাপাড়া, মুলতবী দুইটি পরোয়ানা ভুক্ত আসামী( ৪) মোঃ আবুল কাশেম, পিতা-আঃ রউফ, পাঁচন্দর থানতলা, মুলতবী পরোয়ানা ভুক্ত আসামী (৫) মোঃ লুৎফর রহমান, পিতা-মৃত কালু, মালবান্ধা মুচিপাড়া,পরোয়ানা ভুক্ত আসামী (৬)মোঃ আঃ সাত্তার(৫৫), পিতা-মৃত সাদেক আলী, কুঠিপাড়া, (৭)মোঃ খোকা মন্ডল(২৫), পিতা-মৃত ডোবা মন্ডল, আজিজপুর,( ৮) মোঃ কাইয়ুম(৩০), পিতা-মৃ ত ফয়েজ আলী, ভালুকা কান্দর, (৯) মোসাঃ মইফুল বিবি(২৯), স্বামী-মৃত আঃ রাজ্জাক, নারায়নপুর, (১০) মোসাঃ সুবর্ন আক্তার কুলসুম(২৫), পিতা-বাদশা,দেবীপুর, (১১) মোঃ রায়হান আলী দেওয়ান(৩৪), পিতা-মৃত আফিজ উদ্দিন, আমশো,( ১২) মোঃ আঃ মতিন(৩৫), পিতা-মৃত শাহজাহান মন্ডল, বনকেশর এদের বাড়ি তানোর উপজেলার বিভিন্ন গ্রাম। বিজ্ঞ অদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে, তানোর থানা পুলিশ।
আপনার মতামত লিখুন :