চৌদ্দগ্রাম পৌরসভায় বাসা বাড়ির বর্জ্য অপসারণ কর্মসূচির উদ্বোধন


admin প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২০, ১:৫৪ পূর্বাহ্ন / ২৮
চৌদ্দগ্রাম পৌরসভায় বাসা বাড়ির বর্জ্য অপসারণ কর্মসূচির উদ্বোধন

এম এ আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধিঃঃ চৌদ্দগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের পাড়া মহল্লার বাসা বাড়ির বর্জ্য অপসারণ কর্মসূচি শুক্রবার বিকেলে উদ্বোধন করেন মেয়র মিজানুর রহমান। পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব চাঁন্দিশকরা এলাকায় পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি ডাঃ আবদুল জলিলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাষ্টার কামরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস মিয়াজি, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর কাজী নজরুল ইসলাম কামাল, সাবেক কমিশনার মোঃ হানিফ, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল হালিম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মিজানুর রহমান বলেন, সাবেক সফল রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব এমপির প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় চৌদ্দগ্রাম পৌরসভার প্রতিটি ওয়ার্ডের পাড়া মহল্লার সকল রাস্তা পাকাকরণ করা হয়েছে। নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে নান্দনিক পৌর ভবন নির্মাণ, পৌরবাসীর চলাচলের পথ সুগম করতে পূর্ব পাশে বীরমুক্তিযোদ্ধা আবদুর রশিদ চেয়ারম্যান ও পশ্চিম পাশে বীরমুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব সড়ক নির্মাণ করা হয়েছে। চৌদ্দগ্রাম এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ, চৌদ্দগ্রাম সরকারি কলেজ, হাইস্কুল, নজমিয়া মাদ্রাসা, মহিলা মাদ্রাসা ও বালিকা বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় গুলোতে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। কারিগরি স্কুল অ্যান্ড কলেজ ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। বর্জ্য অপসারণ করে তা জৈব সারে রুপান্তরিত করতে ডাম্পিং প্লান্ট ও পৌরবাসীর চিত্তবিনোদনের জন্য পৌর পার্ক স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বিগত দশ বছরে পৌরবাসীর পাশে থেকে তাদের সুখ – দুখের সাথী হয়েছি। সভায় পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহীদ উল্যাহ, সাংস্কৃতিক সম্পাদক কাজী ইয়াছিন, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আবুল হাসেম, কাউন্সিলর মফিজুর রহমান, সাইফুল ইসলাম শাহীন, কাজী বাবুল উপস্থিত ছিলেন। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে বাসা বাড়ির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হবে বলে মেয়র মিজানুর রহমান জানান। পরে ওই ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন মেয়র মিজানসহ অতিথিবৃন্দ।