বাবুচি দারুচ্ছন্নাৎ হাফেজিয়া ও দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২০, ১২:২৯ পূর্বাহ্ন / ২৭
বাবুচি দারুচ্ছন্নাৎ হাফেজিয়া ও দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

এম এ আলম,চৌদ্দগ্রাম প্রতিনিধিঃঃ চৌদ্দগ্রাম বাবুচি দারুচ্ছন্নাৎ হাফেজিয়া ও দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৭ নভেম্বর ) মাদ্রাসার ময়দান প্রাঙ্গণে অনুষ্ঠিত তাফসীরুল মাহফিলে প্রধান ওয়ায়েজীন হিসেবে উপস্থিত থেকে পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করেন।
প্রধান মুহাদ্দিস, হাজীগঞ্জ কামিল মাদ্রাসা, চাঁদপুর।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাচ্ছির কোরআন,হযরত মাওলানা আবু নছর আশরাফী।প্রতিষ্ঠাতা সভাপতি কেন্দ্রীয় আওয়ামী ওলামালীগ,ও সভাপতি বাবুচি দারুচ্ছন্নাৎ হাফেজিয়া ও দাখিল মাদ্রাসা কমপ্লেক্স। আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ হাবিবুল্লাহ (কাচঁপুরী)এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি উপজেলা যুবলীগ আহবায়ক শাহ জালাল মজুমদার, বিশেষ অতিথি ৬ নং ঘোলপাশা ইউনিয়ান চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, বিশেষ অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়,এপিএস মোঃ ফয়সাল বিন করিম বিশেষ নসিহত পেশ করেন খতিব, চান্দিনা হাইস্কুল চান্দিনা, হযরত মাওলানা ফজলুল করিম,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ হোসেন সাবেক মেম্বার, বিশিষ্ট ব্যাবসী সমাজসেবক মোঃ শফিউল্লাহ বাবলু, বিশিষ্ট সমাজসেবক মোঃ বেলাল হোসেন, মাষ্টার মোঃ রফিকুল ইসলাম মুন্সী, মোঃ শোয়াব মিয়াজি, মোঃ ফারুক খাঁন,মোঃ ইকবাল, মোঃ নবী উল্লাহ নবী,মোঃ আব্দুল মতিন মজুমদার,মোঃ জহির মিয়াজি, মোঃ মোস্তফা কামাল,মোঃ নজীর আহমেদ, মোঃ শেখ কামালসহ প্রমুখ ও যুব সমাজের সকল সদস্য বৃন্দসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন। পরিশেষে মুসলিম উম্মা এবং গ্রামবাসির কল্যানে দোয়া ও মোনাজাত মাধ্যমে মাহফিল সম্পুর্ণ হয়।