সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে তিন সন্তানের জনক তাজ মিয়া প্রতিপক্ষের অতর্কিত হামলায় নিহত হয়েছেন বলে অভিযোগ করছেন তার পরিবার ।
এ দিকে এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েকদিন যাবৎ ধরে বারবার নিষেধ দেয়ার পরেও তাজ মিয়ার মালিকানাধীন জায়গায় গ্রামীণ মাছ ধরার যন্ত্র ছাই দিয়ে মাছ ধরছেন প্রতিপক্ষ কামরুজ্জামান, রুহুল আমি, নুরুজ্জামান ও আনসার মিয়া নিষেধ অমান্য করে আবারও মাছ ধরতে এলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ান তারা। সংঘর্ষে প্রতিপক্ষের অতর্কিত হামলায় তাজ মিয়া নিহত হয়েছে বলে পরিবারের অভিযোগ। এই হামলায় তাজ মিয়ার চাচীসহ গুরুতর আহত হন আরও ৩ জন। এদিকে ঘটনার এক মাস পেরিয়ে গেলেও খুনিদের এখনো গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়নি। এ বিষয়ে বাদী পক্ষের দাবি প্রশাসন আসামী পক্ষের কাছ থেকেই অর্থনৈতিক সুবিধা নিয়ে আসামীদেরকে তাদের ছত্রছায়াই নিরাপত্তা দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তার পরিবার তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং উর্দ্ধতন কর্মকর্তার কাছে অনুরোধ করবো যেন এই খুনিদের খুব দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
আপনার মতামত লিখুন :