অনলাইন ডেস্কঃ নয়াসড়ক ক্রীড়া সংস্থার উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেত্রী রাবেয়া বেগম রাবনার উদ্যোগে ২৮ নভেম্বর শনিবার রাতে নগরীর কাজীটুলাস্থ মক্তবগলি মারকাযু শায়খিল ইসলাম আল-আমীন মাদ্রাসার এতিমখানায় শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।
খাদ্য বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসান, বয়েস অফ সিলেটের চেয়ারম্যান মঈনউদ্দিন মঞ্জু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম, মাদ্রাসার মুহতামিম মুফতী রশিদ আহমদ।
আরোও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক বেলাল আহমদ, মিলাদ আহমদ, সমাজসেবক মিজানুর রহমান মিজান, আলী হয়দার মজনু, কামাল পাশা, আজাদ খাঁন, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল, মুফতী ফয়সল আহমদ, মুফতী আব্দুল জলিল, মাওলানা আব্দুল হাসনাত, নাজিম উদ্দিন, রুজেল ইমাম, শাকিল আহমদ, সুহেল আহমদ, আরাদ আহমদ, জেবুল আহমদ, অভি আহমদ, সাইদ আহমদ, জিহাদুর রহমান তাহা, মিনহাজুর রহমান রাহি, মেহরাজুর রহমান সাবিত প্রমুখ।
আপনার মতামত লিখুন :