চৌদ্দগ্রামে মেয়র পদে আ’লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ


admin প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২০, ১০:৩৮ অপরাহ্ন /
চৌদ্দগ্রামে মেয়র পদে আ’লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃঃ কুমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগের সম্ভাব্য তিন মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। (৩০ নভেম্বর)
সোমবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার লাকসাম রোডের মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার, কালিরবাজার-ট্রেনিং সেন্টার হয়ে চৌদ্দগ্রাম বাজারস্থ স্থানীয় সংসদ কার্যালয়ে এসে গণসংযোগটি শেষ হয়।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত আলোচনায় সম্ভাব্য তিন মেয়র প্রার্থী উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, দপ্তর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ ও উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম বলেন, চৌদ্দগ্রামের গণমানুষের নেতা, চৌদ্দগ্রাম থেকে বারবার নির্বাচিত সাংসদ, সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি মহোদয় আগামী পৌর নির্বাচনে বাংলাদেশ আ’লীগের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেবেন আমাদের প্রিয় নেতার মনোনীত প্রার্থীর পক্ষে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করবো।এসময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদিউল আলম পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী আল রাফি, পৌর যুবলীগ নেতা তুষার পাটোয়ারী, বিশিষ্ট হোমিও চিকিৎসক বেলাল হোসেন সহ আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শোডাউনটি পৌর এলাকার চান্দিশকরা গ্রাম থেকে শুরু করে নবগ্রাম পর্যন্ত গিয়ে আবার মুজিবুল হক এমপির কার্যালয়ে এসে শেষ হয়। এছাড়াও নির্বাচন উপলক্ষে প্রতিদিনই বিভিন্ন গ্রামে মতবিনিময় সভার মাধ্যমে গণসংযোগ অব্যাহত রেখেছে আ’লীগ নেতা আকতার হোসেন পাটোয়ারী ও উপজেলা যুবলীগ নেতা ইমাম।