এম এ আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধিঃঃ চৌদ্দগ্রাম উপজেলা চিওড়া ইউনিয়ান ধোড়করা মদিনাতুল উলুৃম মাদ্রাসা উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে।( ২৯নভেম্বর ) রবিবার মাদ্রাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে প্রধান ওয়ায়েজীন হিসেবে উপস্থিত থেকে পবিত্র কোরআন ও হাদিস থেকে তাফসীর পেশ করেন বলেন প্রত্যেক যুবসমাজকে ভালো-মন্দ সিদ্ধান্ত নেওয়ার আগে প্রত্যেকের মা থেকে ভবিষ্যৎ সিদ্ধান্ত নিলে আলোর পথ দেখা মিলবে,প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, জামিয়া তা’ লিমিয়া মাদ্রাসা, আদর্শনগর, ঢাকা,মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীকি(কুয়াকাটা) অত্র মাদ্রাসার মুহতারাম হাফেজ মোহাম্মদ ইমাম হোসেন জিয়াদি সঞ্চালনা ধোড়করা মদিনাতুল উলুৃম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও ধাতা সদ্যস মোঃ হাফেজ সৈয়দ শফিকুর রহমান,এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি চিওড়া ইউনিয়ান আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, বিশেষ অতিথি কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহ আলম ,বিশেষ নসিহত পেশ করেন মুফতি এহ্তেশামুল হক (উজানি) অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভুলকরা আলিম মাদ্রাসার পিন্সিপাল মাওঃ নুরুল আলম ফারুকী,উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আবদুর রশীদ ভুইঁয়া,চিওড়া ইউনিয়ান আওয়ামীলীগ সাংগঠনিক সম্পদাক আব্দুল কুদ্দুছ তুহিন,চৌদ্দগ্রাম বিসমিল্লাহ সুইটস এর স্বত্বাধিকারী হাজী আব্দুল হালিম,চিওড়া ইউনিয়ান যুবলীগ নেতা জয়নাল,কনকাপৈত ইউপি মেম্বার মোহম্মদ হোসেন (বুটু ) ধোড়করা বাজার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজির হাফেজ আওয়ামীলীগ নেতা মোহাম্মদ জামাল,মাষ্টার মোহাম্মদ শাহজান,
প্রমুখ আয়জোন কমিটির সকল সদস্য বৃন্দসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন ও পরিশেষে মুসলিম উম্মা এবং একাবাসিরও মাদ্রাসার কল্যানে দোয়া ও মোনাজাত মাধ্যমে মাহফিল সম্পুর্ণ হয়।
আপনার মতামত লিখুন :