ইসলামী ব্যাংক চিওড়া আউটলেট’র শাখা হাজারী মার্কেট ( ২ তলা) শুভ উদ্বোধন


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২০, ১১:৩০ অপরাহ্ন /
ইসলামী ব্যাংক চিওড়া আউটলেট’র শাখা হাজারী মার্কেট ( ২ তলা) শুভ উদ্বোধন

এম এ আলম,চৌদ্দগ্রাম প্রতিনিধি: চৌদ্দগ্রাম চিওড়া রাস্তার মাথা বাংলাদেশ ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার আওতায় চিওড়া আউটলেটে’র (এজেন্ট ব্যাংকিং কেন্দ্র) ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া রাস্তার মাথায় অবস্থিত হাজারী মার্কেট ( ২ তলা) নতুন আউটলেট শাখায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ব্যাংকের কুমিল্লা জোন প্রধান ও ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মাহবুব এ আলম।

ইসলামী ব্যাংকের চৌদ্দগ্রাম শাখার ম্যানেজার ও ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: মাহবুবুল হাসানের সভাপতিত্বে ও কুমিল্লা জোনাল অফিসের কর্মকর্তা মো: শাহেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, চিওড়া ইউপি চেয়ারম্যান মো: একরামুল হক, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের গ্রামীণ সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক কাজী শেখ ফরিদ, মহিপাল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো: আব্দুর রহিম মাসুদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার কর্মকর্তা এ কে খাঁন, সমাপনী বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক চিওড়া রাস্তার মাথা আউটলেটের পরিচালক ও মারিয়া টেলিকমের স্বত্ত্বাধিকারী মো: মনির হোসেন খোকন।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌর যুবলীগ নেতা মোতাহার হোসেন ঝুমন, তারাশাইল ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী হাজী মোস্তফা, ইসলামী ব্যাংক তারাশাইল আউটলেটের ইনচার্জ মো: ফাহাদ ইবনে মোস্তফা, সমাজসেবক জিতু মিয়া, জুলফু মিয়া, বসন্তপুর সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল হক মিয়াজী, সামাজিক সংগঠন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: মোশাররফ হোসেন, পরিচালক মো: মোশাররফ হোসেন, মো: মনোয়ার হোসেন মুন্না, মো: এয়াছিন, ডা. ইউসুফ হোসাইন সুমন, মো: মাসুম, জসিম উদ্দীন হাসান, ব্যাংকের চৌদ্দগ্রাম শাখার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।