আব্বু আল্লাহর বাড়ি গেছে, আমা’র জন্য খেলনা নিয়ে আসবে: শি’শুছেলে রেদোয়ান


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২০, ১২:৩৪ পূর্বাহ্ন /
আব্বু আল্লাহর বাড়ি গেছে, আমা’র জন্য খেলনা নিয়ে আসবে: শি’শুছেলে রেদোয়ান

সুনামগঞ্জ প্রতিনিধিঃঃ চার বছরের শি’শুছেলে রেদোয়ানকে বাবা কোথায় জিজ্ঞেস করলে সে বলে ওঠে, ‘আব্বু আল্লাহর বাড়ি গেছোইন, আম’রার লাগি খেলনা লইয়া আইবা।’ বাবা হারা’নো রেদোয়ানের দৃষ্টিতে এখন শুধুই অজানা এক বি’স্ম’য়ের ছাপ।
এদিক সেদিক তাকিয়ে যেন বাবার ফেরার অ’পে’ক্ষায় রয়েছে। সে হয়তো বুঝতেই পারেনি তার বাবা এখন না ফেরার দেশে চি’রঘু’মে রয়েছেন। বাবার কথা চিন্তা করে বার বার মু’র্চা যাচ্ছে চার বছরের ছোট্ট এই শি’শুটি। আরিয়ান আহমেদ (৬) নামে এক ভাই ও রাইয়ান আহমেদ (১১মাস) নামে এক ভাই রয়েছে।
উল্লেখ্য, গত (১৪ অক্টোবর ) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামে ছাই দিয়ে মাছ ধরা নিয়ে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে যাওয়ার পথে তাজ মিয়া মা’রা যান। মৃ’’ত্যুর সময় তাজ মিয়া মিয়া স্ত্রী’’ জুমি বেগম সহ তিন সন্তানকে রেখে যান।
বাবাকে হারিয়ে ওই তিন শি’শু এখন অ’স’হায় হয়ে পড়েছে। তাদের কা’ন্না যেন আর থামছে না। বাবাকে হারিয়ে তারা বিলাপ করছে, অবুঝ এই শি’শুদের সান্ত্বনা দেওয়ার ভাষাও নেই স্বজন-প্রতিবেশীদের। এই শি’শুদের এখন ভবিষ্যৎ কী’’ হবে এ নিয়ে এখন তাদের স্বজন-প্রতিবেশীরা চিন্তিত। শি’শু তিনটির কা’ন্নায় চোখ ভিজে উঠছে তাঁদেরও। ভা’রী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।এ দিকে এলাকাবাসী সুত্রে জানা যায়, পরিবারের একমাত্র উপার্জন স’ক্ষ’ম ব্যক্তিটিকে হারিয়ের দু’চোখে শুধুই অন্ধ’কার দেখছেন। মা’থার উপরের বিশাল আকাশটা যেন হঠাৎ ভেঙে পড়ল। যা কিছু জমানো স্বপ্ন-আশা, এক নিমিশে শেষ হয়ে গেল।