রাজশাহীর গোদাগাড়ীর মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২০, ১২:৫৬ পূর্বাহ্ন /
রাজশাহীর গোদাগাড়ীর মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম রনজু রাজশাহী তানোর,
রাজশাহী জমকালো আয়োজনে পালিত হলো গোদাগাড়ী উপজেলার ২নং মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা। মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেলে মোহনপুর ইউনিয়নের কাজী পাড়া ফুটবল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের এ বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব বুলবুল হাজির সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা রনজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস,বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামী মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জয়নাল আবেদীন জনি,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক, বিশ্বজিৎ,, সেলিম বাদশা,আতাউর রহমান,সোনাতন মর্মমূ ,ফারুক হোসেন,ফরিদ উদ্দিন, সানোয়ার হোসেন সানু সহ বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।