শুভ জন্মদিন শুভেচ্ছা জানালেন,রায়পুরা কলেজের ছাএলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ইয়ানুর রহমান ( রাতুর)


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২০, ৩:৪২ অপরাহ্ন /
শুভ জন্মদিন শুভেচ্ছা জানালেন,রায়পুরা কলেজের ছাএলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।  ইয়ানুর রহমান ( রাতুর)

সাদ্দাম উদ্দীন রাজ,নরসিংদী বিশেষ প্রতিনিধিঃনরসিংদী রায়পুরা সরকারি কলেজের ছাএ মো,ইয়ানুর রহমান। তিনি রায়পুরা সরকারি কলেজের যুগ্মসাধারণ সম্পাদক। মির্জাপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, স্বর্ণ পদকপ্রাকত সফল চেয়ারম্যান, মুক্তিযোন্ধা পরিবারের সন্তান, জননেতা আসাদুল্লাহ ভুঁইয়া সাহেবের ভ্যান গার্ড, যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন মির্জাপুর ইউনিয়ন ছাএলীগের জন্য সৎনির্ভীক,মেধাবী এবং সরকারি তিতুমীর কলেজের ছাএ। যিদি সরকারি রায়পুরা কলেজ শাখা ছাএলীগের সংগ্রামী, বিপ্লবী BD যুগ্মসাধারণ সম্পাদক রায়পুরা সরকারি কলেজ।

তার বন্ধু জমিদার রাশেদ চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তি বলেন,আপনার সবাই আমার প্রিয় বন্ধু জন্য দোয়া করবেন। সে যেনো মানুষের মতো মানুষ হতে পারে। শুভ কামনা রইল সুন্দর হোক আগামী দিনের পথ চলা এই কামনা সব সময় করি। জন্মদিনে অনেক অনেক শুভ কামনা রইল, সেই সাথে সাথে মহান আল্লাতালার কাছে দোয়া করি, সামনের দিন গুলো যাতে ভালোবে কাটে। আল্লাহতালা তোমাকে নেক হায়াত দান করুন আমিন।