স্কুল থেকে জিয়ার নাম পরিবর্তন, সিলেটে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২০, ১২:৩৭ পূর্বাহ্ন /
স্কুল থেকে জিয়ার নাম পরিবর্তন, সিলেটে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

খালেদ আহমেদ, সিলেট প্রতিনিধি: পুরান ঢাকার বংশাল এলাকার মোগলটুলীতে জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করার প্রতিবাদে এবং নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকাল ৩ টায় আম্বর খানা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। সিলেট স্বেচ্ছাসেবকদলের প্রায় শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীম কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল.জাকির হোসেন. জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহীদ সোহেল. দিলোয়ার হোসেন চৌধুরী. প্রমুখ।

এছাড়াও, মিছিলে অংশ নেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ ছালেক আহমদ. রাসেল আহমদ খান. আজিজ খান সজিব. তারাব আলী নিটন.ফারুক আহমদ. বাইন উদ্দিন. দিলোয়ার. হাবিবুর রহমান. নূরেছ আলী সহ নেতৃবৃন্দ।

জানা যায়, ২০০৬ সালে ঢাকা সিটি করপোরেশনের তৎকালীন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা করপোরেশনের উদ্যোগে “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়” প্রতিষ্ঠা করেন এবং একই বছর ২৫ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানটি উদ্বোধন করেন তিনি। কিছুদিন আগে স্কুলটির নাম বদলে করা হয় ‘মোগলটুলী উচ্চ বিদ্যালয়’।