এম এ আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি:কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা (৪৫) এক লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানাযায় বৃহস্পাতিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার উজিপুর ইউনিয়নের মানিকপুর পূর্বপাড়া মৃত জোবেদ আলী মেম্বারের পুকুরে একটি অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে চৌদ্দগ্রাম থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা জানান, লাশের পরিচয় পাওয়া যায়নি, পরিচয় শনাক্তের জন্যে ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা করছি। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই।
সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :