এম এ আলম,চৌদ্দগ্রাম প্রতিনিধি:চৌদ্দগ্রাম চিওড়া ইউনিয়ান আ’লীগ সাবেক সাংগঠনিক সম্পদাক ওহিদুর রহমানের মাতা মোসাঃ নজিরা বেগম, (৮৫) শুক্রবার (০৪ ডিসেম্বর ) বিকাল ৫ঃ২০ মিঃসময় বার্ধক্যজনিত কারণে সারপটি উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে, সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
শনিবার (০৫ ডিসেম্বর ) সকাল ১১ ঘটিকা মরহুমার নিজ বাড়ি সংলগ্ন সারপটি/তৈয়াসার জামেমসজিদ প্রাঙ্গণে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় নামাজে উপস্থিত ছিলেন,
চিওড়া ইউনিয়ান চেয়ারম্যান মোঃ একরামুল হক, সাউথইস্ট ব্যাংক ঢাকা হেড অফিস কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন ফারুক,উপজেলা আ’ লীগ সদ্যস আবদুল আজিজ স্বপন,কনকাপৈত ইউনিয়ান সাবেক চেয়ারম্যান মোঃ শান্ত বেলাল, চিওড়া ইউনিয়ান আওয়ামীলীগের সাবেক সাধরন সম্পদাক আতিকুর রহমান খাঁন (খোকন),চিওড়া ইউনিয়ান সাবেক সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ সোহাগ চৌঃ চিওড়া ইউনিয়ান প্যানাল চেয়ারম্যান মোঃ আলী হোসেন,ইউনিয়ান আওয়ামীলীগের সদ্যস রফিকুল ইসলাম খাঁন,চিওড়া ইউনিয়ান যুবলীগ নেতা মোঃ কাজী সোহেল, যুবলীগ নেতা জয়নাল আবদীন,যুবলীগ নেতা মোঃ সোলেমান,চিওড়া ইউপি সদ্যস মাহবুর রহমান খাঁনসহ প্রমুখ,এদিকে তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার সর্বোচ্চ মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :