বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২০, ১২:৫৫ পূর্বাহ্ন /
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সিলেট ডেস্কঃ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য রাতের অন্ধকারে ৭১ এর পরাজিত শক্তির কাপুরুষিত ভাংচুরের প্রতিবাদে সিলেটের রাজপথে জেলা ও মহানগর ছাত্রলীগের (মির্জাজাঙ্গাল ব্লক) এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ ই ডিসেম্বর) রাতে মিছিলটি নগরীর মির্জাজাঙ্গালস্থ ছাত্রলীগের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চৌহাট্টা চত্বরে গিয়ে এক বিক্ষোভ সমাবেশ মিলিত হয়।
সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিকের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা শেখ লিপন ও জেলা ছাত্রলীগ নেতা সাইফুল আলমের যৌথ পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য এড. প্রবাল চৌধুরী পুজন (এ.পি.পি)।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা বিদ্যুৎ দাস, সাবেক ছাত্রলীগ নেতা তপন চৌধুরী, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সাজু আহমেদ, প্রভাকর পাল বাপ্পা, আব্দুর রহমান লিমন, জোনাক চৌধুরী, শাহরিয়ার হাসান, এ এইচ মান্না, আমিনুল ইসলাম, ময়নুল ইসলাম, এম নোমান, মামুন রেজা, ফরহাদ আহমেদ, ইমন খান, সুজন দেবনাথ, মদন মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রিজওয়ান আজাদ চৌধুরী ইফাজ, সাংগঠনিক সম্পাদক রাশেদ মিয়া। এছাড়া সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।