মোঃ আব্দুল্লাহ আনছারী আকরাম, ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় আল-কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও আশার আলো ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে সময়ের শ্রেষ্ঠ সন্তানদের মাঝে কোরআন শরীফ করা হয়।
আজ শনিবার (৫ডিসেম্বর) সন্ধ্যা ৬ঘটিকায় পৌরসভার ১ নং ওয়ার্ড এর ভান্ডাব মদিনাতুল উলূম নূরানী হাফিজিয়া মাদ্রাসা হল রুমে আশার আলো ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল্লাহ আনছারী আকরাম এর পরিচালনায় পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয় ও মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
শিক্ষক ও সমাজকর্মী শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান তুহিন
ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক হাবিব জিহাদী
এ সময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুমিন পাঠান , মাদরাসার পরিচালক মাওলানা আবদুল্লাহ আল মামুন, অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন, হাফেজ সারোয়ার হোসেন ও মাওলানা নাজমুল হোসেন।
আল-কোরআন ফাউন্ডেশন এর কার্যনির্বাহী সদস্য, শাহ মোঃ ফরিদ, মোঃ সৃজন সরকার, মোঃ নকিব সরকার, আশার আলো ফাউন্ডেশনের সদস্য এবাদুল মন্ডল রিয়াদ, মোঃ রাজু ঢালী ,আমির হামজা, মোঃ রিয়েন, মোঃ শিখান প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় ও মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন :