রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে তালিকা জেলা কমিটিতে প্রেরণ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২০, ১২:৪১ পূর্বাহ্ন /
রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে তালিকা জেলা কমিটিতে প্রেরণ

আশরাফুল ইসলাম রঞ্জু রাজশাহী তানোর, রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করতে ১২ জনের তালিকা জেলা কমিটিতে পাঠিয়েছে।

গত বৃহস্পতিবার রাতে পৌর কমিটির বর্ধিত সভায় কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়। আসন্ন তানোর পৌরসভা নির্বাচনে কে সামনে রেখে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বাছাইয়ের জন্য সদরের গোল্লাপাড়াস্থ উপজেলা দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক।

তিনি জানান, সভায় পৌরসভার সব ওয়ার্ড কমিটির সভাপতি, সম্পাদকসহ পৌর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। দলের গঠনতন্ত্র মোতাবেক বিস্তারিত আলোচনা ও সর্বসম্মত মতামতের ভিত্তিতে ১২ জনের তালিকা তৈরি করা হয়েছে।

ঐ তালিকায় রয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক, রাজশাহী মহানগর বোয়ালিয়া পশ্চিম থানা আওয়ামী লীগের সহ- সভাপতি আবুল বাসার সুজন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, সাধারণ সম্পাদক ওহাব সরদার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, আহসানুল কবির রবিন সরকার, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মৃদুল কুমার ঘোষ, সাবেক ছাত্রনেতা আরিফুজ্জামান বাচ্চু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আরব আলী, তানোর পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড. আব্দুল আহাদ মন্ডল ও তানোর পৌর যুবলীগ সাবেক সভাপতি ইকবাল মোল্লা।

ওই তালিকা জেলা আওয়ামী লীগে পাঠানো হয়েছে। সভায় মনোনয়ন প্রত্যাশী সবাই অঙ্গীকার করেন, ঐক্যবদ্ধভাবে তানোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার।