বিএনপি নেতা ইলিয়াস মিয়ার মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২০, ৯:১৭ অপরাহ্ন /
বিএনপি নেতা ইলিয়াস মিয়ার মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

সিলেট ডেস্কঃ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব, ৮নং কান্দিগাও ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী হাজী ইলিয়াস মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ্য প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোক বার্তা তিনি বলেন, হাজী ইলিয়াস মিয়া সদর উপজেলায় তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে তিনি নিরলস ভূমিকা রেখেছিলেন। তার শূণ্যতা পূরণ হবার নয়। হাজী ইলিয়াছ মিয়া বিএনপির রাজনৈতিক আদর্শকে বুকে লালন করে পথ চলেছেন। তাঁর মৃত্যুতে বিএনপি একজন আদর্শ রাজনীতিবিদকে হারালো।’ আমি মরহুমের পরিবারের অন্যান্য সদস্যদের শোক সইবার জন্য মহান রাব্বুল আল আমিনের কাছে দোয়া করছি।

উল্লেখ্য, হাজী ইলিয়াস মিয়া সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তানাদি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) ২টা ৩০ মিনিটের কান্দিগাও ইউনিয়নের সাদিপুর নিজ বাড়ি সংলগ্ন মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি