চরফ্যাশনে সেচ্ছাসেবী সংগঠন​ প্রধানদের সাথে এপিসি প্রকল্পের সংলাপ​


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২০, ৬:০১ অপরাহ্ন /
চরফ্যাশনে সেচ্ছাসেবী সংগঠন​ প্রধানদের সাথে এপিসি প্রকল্পের সংলাপ​

এম আবু সিদ্দিক​ ​ ভোলা জেলা প্রতিনিধি:ভোলার চরফ্যাশন উপজেলার সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সাথে শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা ত্বরান্বিতকরণ (এপিসি) প্রকল্পের আওতায় শিশু সুরক্ষায় স্থানীয় সেচ্ছাসেবী,যুব সংগঠন এবং নারী সংগঠনের সাথে সংযোগ ও নেটওয়ার্ক গঠন শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।​

আজ মঙ্গলবার (৮ই ডিসেম্বর) সকাল১০ – ৩০মি চরফ্যাশন​ কোস্ট ম্যানেজমেন্ট ও প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলায় ভোলা জেলা নাগরিক ফোরাম সহ ১০ সংগঠনের প্রধানরা সংলাপে অংশ নেয়৷ সংলাপে চরফ্যাশন এক্সিলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন এপিসি প্রকল্পের​ প্রজেক্ট অফিসার সঞ্জয়কুমারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

এসময়​ উপস্থিত​ ছিলেনকোস্ট ট্রাস্টের ভোলা জেলা সহকারি পরিচালক রাশেদা বেগম​ এক্সিলারেটিং প্রোটেকশান ফর চিলড্রেন এপিসি
প্রকল্পের জেলা সমন্বয়ক মিজানুর রহমান।​
বক্তব্য রাখেন ভোলা জেলা নাগরিক ফোরামের (দক্ষিন) সভাপতি এম আবু সিদ্দিক মালন্চ নাট্যমের সভাপতি আবদুজ্জাহের দেশ থিয়েটারের মো হাসান জলবায়ু ফোরাম সদস্য​ ও ইয়ুথ পাওয়ারের তরিকুল ইসলাম বিডি ক্লিনের আতিকুল ইসলাম শিপন ৷
সভায় করোনাকালে​ চরফ্যাশনের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রমের ব্যাপারে আলোচনা ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য এপিসি প্রকল্পের আর্থিক সহায়তার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়।