আশরাফুল ইসলাম রনজু রাজশাহী তানোর : রাজশাহীর তানোর উপজেলায় শীতার্ত গরীব এতিম শিশুদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে পর্যায়ক্রমে তানোর পৌরসদরের দু’টি এতিমখানার অর্ধশতাধিক এতিমের হাতে কম্বলগুলো তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাকিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমান মাস্টার আ’লীগনেতা সিজার, তপন প্রমুখ।
পর্যায়ক্রমে উপজেলার এতিম ও গরীব শীতার্ত মানুষের মধ্যে প্রায় পাঁচ হাজার কম্বল বিতরণ করা হবে।
আপনার মতামত লিখুন :