রোকেয়া দিবস উপলক্ষ্যে চৌদ্দগ্রামে আলোচনা সভা ও ৫ জয়িতাদের সংবর্ধনা


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২০, ৯:৩৮ অপরাহ্ন /
রোকেয়া দিবস উপলক্ষ্যে চৌদ্দগ্রামে আলোচনা সভা ও ৫ জয়িতাদের সংবর্ধনা

এম এ আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধিঃঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন ও উপলক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও ৫ জন জয়িতাকে ক্রেস, সম্মাননা পত্র, উপহার সামগ্রী ও সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আকতার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সহকারী একান্ত সচিব মোহাম্মদ ফয়সল বিন করিম, উপজেলা সমবায় অফিসার মিয়া মোঃ শহীদুল আলম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোশারফ হোসেন, সফল জয়িতা নারী কুলছুমা আক্তার, সহকারী নারী প্রশিক্ষক সৈয়দা তাইফা, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবতী। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছির উদ্দিন পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল আমিন সরকার, উপজেলা মাধ্যমিক অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেন।

অনুষ্ঠানে সফল জননী নারী ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা কুলছুমা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যোদ্ধা নারী শ্রেষ্ঠ জয়িতা শাহানা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা তাহমিনা আক্তার, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা রেহেনা আক্তার ও সমাজ উন্নয়নের অসামান্য অবদান রাখায় নারী ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা তাসলিমা আক্তারকে সংবর্ধনা দেয়া হয়েছে।