ইমতিয়াজ মাহমুদ ইমন – কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার জেলা প্রশাসনে কর্মরত সকল কর্মকতা / কর্মচারী এবং বীর মুক্তিযোদ্ধাদের যৌথ সমন্বয়ে কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন এর উদ্যোগে জাতির পিতার সম্মান রাখিব অম্লান এই স্লোগানে ব্যাতিক্রমধর্মী এক কর্মসুচী পালিত হয় আজ কক্সবাজার শিশু হাসপাতাল প্রাঙ্গনে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার নিন্দা জানিয়ে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং জেলার সকল পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জাতীয় পতাকা হাতে রেখে কবিতা চত্বর সংলগ্ন কক্সবাজার শিশু হাসপাতাল প্রাঙ্গণে আজ এ প্রত্যয় ব্যক্ত করেন-
“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান”
মহান বিজয়ের এ মাসে আমরা প্রতিজ্ঞা করছি, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মাণের লক্ষ্যে সকলে একসাথে জনসেবক হিসেবে নিয়োজিত থাকব।
উক্ত কর্মসূচীতে জেলায় কর্মরত বিভিন্ন সেক্টরের সরকারী কর্মকর্তা / কর্মচারী ছাড়া ও বীর মুক্তিযোদ্ধা গন অংশ গ্রহন করেন।
আপনার মতামত লিখুন :