এ যেন সর্বগুণে গুণান্বিত পরিপূর্ণ একজন মানুষ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২০, ৯:৩৩ অপরাহ্ন /
এ যেন সর্বগুণে গুণান্বিত পরিপূর্ণ একজন মানুষ

এলাচি আক্তার প্রীয়াঃ বলছি বিশিষ্ট শিক্ষাবিদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান মাননীয় উপাচার্য জনাব ড. এমরান কবির চৌধুরীর কথা।

ড. এমরান কবির কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় জনাব শফিকুর রহমান চৌধুরী ও রত্নগর্ভা জননী জাহান আরা বেগম দম্পতি’র ঘরে জন্মগ্রহণ করেন। তিনি বাল্যকাল থেকে খুব-ই মেধাবী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বায়োকেমিস্ট্রি তে প্রথম শ্রেণীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।স্নাতকোত্তর শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে যোগদান করেন। পরবর্তীতে তিনি জাপানের কচি ইউনিভার্সিটি হতে এম এস এবং ইংল্যান্ডের বাকিংহাম ইউনিভার্সিটি হতে পোস্ট ডক্টোরাল ডিগ্রি নেন। তার গবেষণা ক্ষেত্র ছিলো বায়োট্যাকনোলজি। তাঁর গবেষণা’য় তিনি ৩ টি নতুন এনজাইম আবিষ্কার করেন এবং একটি ক্লোনিং করেন। তার গবেষণায় প্রাপ্ত ফলের বর্তমান বিশ্বে এপ্লাইড ফিল্ডে অনেক প্রয়োগ বিদ্যমান। একজন বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষা ও গবেষণায় বিচক্ষণ হবে স্বাভাবিক কিন্তু, শিক্ষা ও গবেষণার বাহিরেও যে কেউ অনেক বিচক্ষণতা বহন করতে পারেন তার উজ্জ্বল দৃষ্টান্ত ড. এমরান কবির। শুধু শিক্ষা ও গবেষণায়-ই নয় সাহিত্যে, স্বচ্ছ ধারার রাজনীতিতে, সমাজ সংস্কারে রয়েছে তাঁর ব্যাপক ভূমিকা। এ পর্যুন্ত তার লেখা ৬ টি উপন্যাস, ২টি ছোট গল্প, ১ টি কবিতার বই প্রকাশিত হয়েছে। আগামী ২০২১ সালের বই মেলায় তার আরো একটি উপন্যাস প্রকাশ হবার অপেক্ষায় অপেক্ষমাণ। তাঁর লেখা বইগুলোর মধ্যে “দেবীনামা” ” আমার ঘরে বসত করে কয়জনা” “পঞ্চপ্রহর” মুক্তির ও অন্যান্য গল্প অত্যধিক জনপ্রিয়তা পেয়েছে। তাঁর লিখিত উপন্যাস “কষ্টের স্বর্গে” গল্প অবলম্বনে নাট্য পরিচালক মিজানুর রহমান লাবু নির্মাণ করেন টেলিসিনেমা ” কষ্টের স্বর্গে ” যা এন টিভি সহ কয়েকটি চ্যানেল প্রচার করে। এ নাটকে অভিনয় করেন নাট্যজগতের শক্তিমান অভিনেতা শহিদুজ্জামান সেলিম, ফ্যামিলি ক্রাইসিস নাটকে যিনি বড় ভাইয়ের ভূমিকায় রয়েছেন। ইতিমধ্যে তাঁর নাটকটিও দর্শক জনপ্রিয়তা পেয়েছে।

ড. এমরান কবির আওয়ামী লীগের দুর্দিনে ১/১১ এর সময় দলের পাশে ছিলেন। নেত্রীর মুক্তির জন্য আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার মুক্তির জন্য সামরিক শাসকের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এবং পুলিশের হাতে গ্রেফতার হোন ও নির্যাতনের শিকার হন। তারপরেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার ছিলেন। কোনো প্রকার ভয়ভীতি তাঁকে দমিয়ে রাখতে পারেনি।

তিনি নিজে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সবসময় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে চলেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন বই। যা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মুক্তিযুদ্ধের আদর্শ বুকে ধারণ যেন আগামীর প্রজন্ম অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে পারে এবং সুখে শান্তিতে দেশের সকল নাগরিক বসবাস করতে পারে তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ও রাজাকারের উত্তরসূরী দেশ ও জাতির শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। নব্য রাজাকার ও দেশদ্রোহীদের এদেশে কোনো ঠাই হবেনা, সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে, এবং মুক্তিযুদ্ধের আদর্শ পরিপূর্ণ বাস্তবায়ন করা হবে, যাতে দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ সুবিধা নিয়ে বাঁচতে পারে, এবং বঙ্গবন্ধুর কন্যার হাতকে শক্তিশালী করার জন্য তিনি ভূমিকা রাখছেন।
সমাজ সংস্কারেও অনেক অবদান রেখে চলেছেন তিনি।

ড. এমরান কবির চৌধুরী ৩১ জানুয়ারি ২০১৮ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে যোগদান করেন। যোগদান করার পর থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষার মান উন্নয়নে একনিষ্ঠ ভাবে কাজ করে চলেছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ক্যাম্পাসের কাজ দ্রুত গতিতে শেষ হবার পথে সেটাও তার একাগ্রতার কারণে এগিয়ে চলেছে।উল্লেখ্য যে, সম্প্রসারিত ক্যাম্পাসের নকশা তিনি নিজেই অঙ্কণ করেছেন। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে ও আধুনিক শিক্ষার বিস্তারে তিনি সমভাবে অবদান রেখে চলেছেন। অবশেষে বলা চলে সর্ব গুণের অধিকারী একজন পরিপূর্ণ আদর্শবান মানুষ ড. এমরান কবির চৌধুরী, তরুণ প্রজন্মের কাছে তিনি অনুপ্রেরণা। দেশ ও সমাজকে উন্নতির স্বর্ণ শিখরে নিয়ে যেতে তাঁর মতো শিক্ষাবিদ আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর নিরলস প্রচেষ্টায় শিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।