কুলাউড়ায় মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ী মনাফের লাশ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২০, ৮:৫৬ অপরাহ্ন /
কুলাউড়ায় মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ী মনাফের লাশ

খালেদ আহমেদঃঃ কুলাউড়া উপজেলার ভূক‌শিমইল ইউ‌নিয়নের মীরশঙ্কর এলাকার বাসিন্দা ব্যবসায়ী মনাফের লাল উদ্দ্বার করেছে কুলাউড়া থানা পুলিশ।মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ১০ ঘটিকায় উনার চাচা‌তো ভাই‌দের বা‌ড়ির পিছ‌নের সেফ‌টিক ট্যাং‌কের পা‌শের গর্ত থে‌কে এ মরদেহ উদ্বার করা হয়।

উদ্দ্বার কাজের সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমেদ সলমান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিণয় ভুষণ রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান সহ কুলাউড়া থানা পুলিশের সদস্যবৃন্দ।

উ‌ল্লেখ্য, কুলাউড়া মিলি প্লাজার এর বিশিষ্ট ব্যবসায়ী,মনাফ টেলিকমের স্বত্বাধিকারী, মোবাইল ইঞ্জিনিয়ার জনাব “আব্দুল মনাফ”গত ১২ ডিসেম্বর শনিবার রাত ৯ ঘটিকার সময় দোকান থেকে বাড়িতে ফেরার পথে উনি নিখোঁজ হয়েছিলেন।