মরহুম ভ. ম. আফতাবুল ইসলাম,শহীদ হোসেন মিনার,তাজউদ্দীন শাহীন সৃতি ফ্রিজ – টিভি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২০, ১১:০৯ অপরাহ্ন /
মরহুম ভ. ম. আফতাবুল ইসলাম,শহীদ হোসেন মিনার,তাজউদ্দীন শাহীন সৃতি ফ্রিজ – টিভি ফুটবল  টুর্নামেন্ট শুভ উদ্বোধন

এম এ আলম,চৌদ্দগ্রাম প্রতিনিধি: উপজেলার কনকাপৈত ইউনিয়ান হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ফ্রিজ এন্ড টিভি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।

শুক্রবার বিকালে (১৮ ডিসেম্বর ) হিংগুলা শেখ রাসেল স্মৃতি সংসদ কতৃক আয়োজিত উদ্বোধন খেলা প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, ইউনিয়ান আওয়ামীলীগ সহ- সভাপতি শা- মোঃ বেলালের সভাপতিত্বতে খেলা উদ্বোধন করেন চেয়ারম্যান সাইন্স এন্ড এনবাযরনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি বাংলাদেশ, মোহাম্মদ শরীফুল ইসলাম ফখরুল,উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা ওমর ফারুকের পরিচালনা,বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পদাক,কামরুল আলম মোল্লা,কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহআলম পাটোয়ারী,কনকাপৈত ইউনিয়ান চেয়ারম্যান মোঃ জাফর ইকবাল, ঘোলপাশা ইউনিয়ান চেয়ারম্যান কাজী জাফর আহম্মদ, বিশিষ্ট সমাজ সেবক সাবেক খোকন মেম্বার,উপজেলা ছাত্রলীগের আহবাক কমিটির সদস্য আশরাফ উদ্দিন চৌধুরী বাপ্পি,কনকাপৈত ইউনিয়ান যুবলীগের সভাপতি মজিবুল হক ভুইঁয়া, ইউনিয়ান যুবলীগের সাধরন সম্পদাক ইসমাইল হোসেন শাহিন,হিংগুলা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি ইকবাল হোসেন ফরহাদ,কনকাপৈত ইউপি মেম্বার মোহম্মদ হোসেন (বুটু) মরহুম ভ. ম. আফতাবুল ইসলামের ছোট ভাই মোহাম্মদ আব্দুল হান্নান,মোহাম্মদ জাফর আহমেদ মানিক, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ জহিরুল হাসান, চিওড়া ইউনিয়ান যুবলীগের যুগ্ম সাধরন সম্পদাক, আব্দুর রহমান রানা,চিওড়া কলজে ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম,প্রমুখ।

ফ্রিজ এন্ড টিভি ফুটবল টুণার্মেন্ট শুভ উদ্বোধন
হয়েছে খেলায় মাইনি স্পর্টপোর্ট ক্লাব
ও মিয়ার বাজার স্পর্টপোর্ট ক্লাব অনুষ্ঠিত হয়,
মিয়ার বাজার স্পর্টপোর্ট ক্লাবকে
মাঈনি স্পর্টপোর্ট ক্লাব১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়, প্রতিকূল আবহাওয়া ও বৈরী ঠাণ্ডা বাতাসের উপেক্ষা করেও শত শত দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন,খেলা এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।